সারাদেশ
গাজীপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

গাজীপুর গাছা রোডে বড়বাড়ি এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে মোঃ পারভেজ (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে দুইজনে।
এর আগে ঘটনার পর দিন শুক্রবার সকাল ৭ টা ৫০ মিনিটে মোঃ মিঠু নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল।
চিকিৎসকরা জানিয়েছেন মৃত পারভেজ এর শরীরে ৮৬% শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টায় তার মৃত্যু হয়।
গত (১৩ অক্টোবর) ২০২২ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর গাছা রোড হাজী ওয়াহিদ সিএনজি পাম্পে কাভার্ডভ্যানে খালি সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ঐ দিন দিবাগত রাত সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।