সারাদেশ

জেলা পরিষদ নির্বাচন দেখতে গিয়ে যুবকের মৃত্যু

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ দেখতে গিয়ে রাশেদুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকালে বুড়িচং উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে তার মৃত্যু হয়।

রাশেদুল ইসলাম বুড়িচংয়ের সিন্ধুরিয়া পাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে।

জানা গেছে, জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদে যান রাশেদুল। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের কাছাকাছি একটি দোকানে চা পান করছিলেন। এ সময় হঠাৎ পড়ে যান। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাশেদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রাশেদুল প্রায়ই উচ্চ রক্তচাপে ভুগতেন বলেও জানা গেছে।

পুলিশ জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাশেদুলের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার মুখমণ্ডলে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। পড়ে গিয়ে এই আঘাত লাগতে পারে। সূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button