নির্বাচনপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বগুড়া জেলা পরিষদ নির্বাচন ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে ৫ ঘণ্টার ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯ টা থেকে।

সোমবার সকাল থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ শেষ হবে দুপুর ২টায়।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ডা: মকবুল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী কারাগারে থাকা আব্দুল মান্নান আকন্দ।

এছাড়া নির্বাচনে জেলার ৪ নং ওয়ার্ডে মোঃ আবু সাঈদ ফকির (দুপচাঁচিয়া) এবং ৫ নং ওয়ার্ডে মনজু আরা বেগম (আদমদিঘী) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই দুই ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন হবেনা। কেবলমাত্র চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট নেয়া হবে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন জানান, মোট ১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৪০ জন এবং নারী ৩৮৩ জন।

প্রিজাইডিং অফিসার হিসেবে ১২ জন, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ২৪ জন, পোলিং অফিসার হিসেবে ৪৮ জন এবং ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে ৮৪ জন দায়িত্ব পালন করছেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button