বগুড়ায় এক কিশোরের রহস্যজনক মৃত্যু
বগুড়ার শেরপুরের রাব্বি হোসেন (১৭) নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত রাব্বি হোসেন কুসুম্বি ইউনিয়নের বাগড়া বস্তি (কলোনী) এলাকার মাহবুল রহমানের ছেলে। তিনি হোসেন শেরপুর শহরের একটি থাই মিস্ত্রীর সহাকারি হিসেবে কাজ করে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ ঘরে যায় রাব্বি। রাত্রি ১২টার দিকে টিভি চালু থাকায় টিভি বন্ধ করার জন্য তাকে ডাকাডাকি করা হয়। কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেলে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান রাব্বির বাবা। তার চিৎকারে আত্মীয় স্বজনসহ এলাকাবাসী এসে মরদেহটি মাটিতে নামায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এসএ