আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

বগুড়ার আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের পিটিআই বস্তির সামছুল হক ফেলার ছেলে মজিদ রাসেল (২৫) ও জয়পুরহাটের পাঁচবিবির কয়া গ্রামের আশরাফ আলীর ছেলে আসমান আলী বাবু (৪০)।

সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, ২৫ দিন আগে ১২৫ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মুরইল বাজার এলাকা থেকে মজিদ রাসেল নামের চোর চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

রাসেল তার জবানবন্দীতে বলেন, আসমান আলী বাবুর কাছে মোটরসাইকেলটি বিক্রির জন্য দেয়া হয়েছে। এরপর তার দেয়া তথ্যমতে সোমবার ভোরে পুলিশ দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামে বাবুর বর্তমান বাড়িতে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলটি উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গ্রেফারকৃত আসামি রাসেল ও বাবু পেশাদার চোর। তারা বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে থাকে। দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button