বগুড়ায় অপহৃত দুই জন উদ্ধার, গ্রেপ্তার ৩
বগুড়ায় অপহৃত দুজনকে উদ্ধার করে সেইসাথে অপহরণকারীচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের নারুলী এলাকার মৃত মোকলেছার রহমানের ছেলে সাকিব হোসেন (২২), একই এলাকার চান্দু মিয়ার ছেলে শাকিল ইসলাম (২৪) ও নূর আলমের ছেলে জুয়েল রানা (২৫)।
মঙ্গলবার র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কম্পানি কমান্ডার তৌহিদুল মোবিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে আরো জানান,
শহরের নিশিন্দারা এলাকার মৃত সালেক হোসেনের ছেলে আকাশ হোসেন (২২) সোমবার শহরতলির মাটিডালী এলাকায় তার এক বন্ধবীর সঙ্গে দেখা করতে যান। সেখানে কথা বলার সময় গ্রেপ্তার তিনজনসহ অন্তত আটজনের একটি চক্র তাদের জিম্মি করে। এরপর দুজনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আকাশের পরিবার।
ওই জিডির সূত্র ধরে সোমবার রাত সাড়ে ৭টায় অভিযান চালান র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। শহরের নারুলী এলাকা থেকে আকাশকে এবং পার্শ্ববর্তী আকাশতারা গ্রাম থেকে তার ওই বান্ধবীকে উদ্ধার এবং ওই তিনজনকে গ্রেপ্তার করেন। অভিযানকালে ওই চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার আরো জানান, আমরা জানতে পেরেছি তারা একটি সংঘবদ্ধ অপরাধ চক্র। তারা শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত। এদের মধ্যে শাকিলের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। প্রায় ১১ মাস জেলহাজতে থাকার পরে সম্প্রতি তিনি জামিনে যুক্তি পান। গ্রেফতার তিনসহ শনাক্ত হওয়া তিনজন ও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসএ