বগুড়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা
বগুড়ায় পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেয়ায় দুই ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ধুনটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে চলা অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল আমিন। বিএসটিআই জেলা অফিসের পরিদর্শনকারি কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারি পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ মিজানুর রহমান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেয়ায় হুকুম আলী বাসস্ট্যাণ্ডে মেসার্স শাহ সুলতান ফিলিং স্টেশনের পঁচিশ হাজার টাকা এবং বেলকুচি এলাকার মেসার্স ধুনট ফিলিং স্টেশন এর চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএ