ধুনট উপজেলা

বগুড়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বগুড়ায় পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেয়ায় দুই ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ধুনটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে চলা অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল আমিন। বিএসটিআই জেলা অফিসের পরিদর্শনকারি কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারি পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ মিজানুর রহমান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেয়ায় হুকুম আলী বাসস্ট্যাণ্ডে মেসার্স শাহ সুলতান ফিলিং স্টেশনের পঁচিশ হাজার টাকা এবং বেলকুচি এলাকার মেসার্স ধুনট ফিলিং স্টেশন এর চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button