বগুড়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত
বগুড়ায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও র্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসক চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক জিয়াউল হক প্রথমে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রসাশক উজ্জল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।
এসএ