মুন্সীগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, এক বৃদ্ধের মৃত্যু
জেলা পরিষদ নির্বাচনের দিন মুন্সীগঞ্জ সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে বকুলতলা গ্রামে গুলিবিদ্ধ হন তিনি। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যু হয় মনির হোসেন মোল্লা (৭০) নামে ওই ব্যক্তির।
একই ঘটনায় কিশোরসহ আরও ১০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, মুন্সীগঞ্জ আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বকুলতলা গ্রামে সোমবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় গুলি বিনিময় হয়। স্থানীয় আলী হোসেন মোল্লা ও সুরুজ মেম্বার গ্রুপের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে পথচারী মনির হোসেনসহ ১১ জন গুলিবিদ্ধ হন।
আরও জানা গেছে,মনির হোসেন মোল্লা আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছিলেন। ফেরার পথে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। পরে উদ্ধার করে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে নেওয়া হয় ঢামেকে।
পুলিশ জানান, সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।