শাজাহানপুর উপজেলা
বগুড়ায় বার্মিজ চাকুসহ এক যুবক গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ মঞ্জুরুল হক (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার মঞ্জুরুল আশেকপুর মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেন বুলু’র ছেলে।
বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকাল ৩টার দিকে আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকা থেকে তাকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গ্রেফতারকৃত মঞ্জুরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে তাকে আদলতে প্রেরন করা হয়েছে।
এসএ