প্রধান খবরসারাদেশ
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তাতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকালে বগিটি উদ্ধার করা হলেও এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।