সারাদেশ
জয়পুরহাটে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জয়পুরহাট সদর উপজেলায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ (২১ অক্টোবর) বৃহস্পতিবার সকালে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল দুপুরে আড়াইটার দিকে শহরের বেল কলোনি কালী মন্দিরের পুরনো কালী প্রতিমা বিসর্জন দিতে এসে চকশ্যাম ঘাটে দুজন নিখোঁজ হন।
এরা হলেন, জয়পুরহাট স্টেশনরোড এলাকার মৃত বিশ্বজিৎ বাষ্পর ছেলে সনজিত বাষ্প (২৩) ও একই এলাকার পরশ রজকের ছেলে তন্ময় রজক (১৬)। তন্ময় এসএসসি পরীক্ষার্থী ও সনজিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফায়ার সার্ভিস জানান, রাজশাহী থেকে ডুবুরি দল এসে আজ মরদেহ উদ্ধার করেছে।