আন্তর্জাতিক খবরপ্রধান খবর

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান

যুক্তরাজ্যের কট্টরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান তার পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার বিকেলে তিনি পদত্যাগ পত্র জমা দেন বলে জানিয়েছে বিবিসি।

তার ডানপন্থী অর্থনৈতিক এজেন্ডা উন্মোচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের টিকে থাকার সম্ভাবনা নিয়ে আরও সন্দেহ দেখা দিয়েছে।

ব্র্যাভারম্যান জানিয়েছেন, এক সহকর্মীকে একটি অফিসিয়াল নথি পাঠাতে নিজের ব্যক্তিগত ইমেল ব্যবহার করার পর তিনি পদত্যাগ করেন।

বিষয়টিকে সরকারি নিয়মের ‘প্রযুক্তিগত বিধি লঙ্ঘন’ বলে অভিহিত করে তিনি পদত্যাগ পত্রে লেখেন: ‘আমি ভুল করেছি, আমি এর দায় স্বীকার করে পদত্যাগ করছি। ’

এর ঘণ্টাখানেকের মধ্যে ট্রাস সরকার ঘোষণা দেয় যে, ব্রাভারম্যানের উত্তরসূরি হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন গ্রান্ট স্যাপস। গ্রান্ট কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের লড়াইয়ে ঋষি সুনাকের বড় সমর্থক ছিলেন।

ডাউনিং স্ট্রিট বুধবার এক টুইটে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে স্যাপসের নিয়োগের খবর নিশ্চিত করে জানিয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button