প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় নিখোঁজের ২ দিন পর ধানক্ষেতে মিলল দিনমজুরের মরদেহ
বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ২দিন পর ধানক্ষেত থেকে চাঁন মিয়া (৫৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁন মিয়া উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার সুজাবাদ এলাকার ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, অন্যর জমিতে দিনমজুরের কাজ করতেন চাঁন মিয়া। দুইদিন আগে মঙ্গলবারের তিনি কাজে বের হয়ে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চাঁন মিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার নাকে মুখে রক্ত আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি কোন বিষক্রিয়ায় অথবা অসুস্থতাজনিত কারণে মারা গিয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসএ