জাতীয়

যদি মন্ত্রিত্ব না থাকে, ফ্রিল্যান্সার হবো: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সবাই সারাজীবন এমপি-মন্ত্রী থাকে না। যদি কখনও মন্ত্রিত্ব না থাকে, সংসদ সদস্য না থাকি, তখন অবসরে ফ্রিল্যান্সার হবো। উদ্যোগক্তা হতে হলে তেমন কিছু লাগেনা, বিদ্যুত, ইন্টারনেট সংযোগ ও একটি ল্যাপটপ লাগে। বিদেশীরা করোনা ভ্যাকসিনের সফটওয়ার তৈরির জন্য ১৫০ কোটি টাকা চেয়েছিল। দেশের তরুণ প্রযুক্তিবীদরা বিনামূল্যে এই সুরক্ষা সফটওয়ার তৈরি করেছে।

এছাড়া বিবাহ রেজিস্ট্রেশনের ‘বন্ধন সিস্টেম’ অল্প দিনের মধ্যেই তৈরি হবে। এমন দেশ প্রেমিক প্রযুক্তিযোদ্ধা তৈরি করার জন্য সরকার কাজ করছে। ৯৯৯, ৩৩৩ ও ১০৬ নম্বরে কল করে মানুষ জরুরী সেবা পাচ্ছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষ তেপান্তরে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের ভুমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক জানান, ২০১৬ সালে এটুআই ই- নথী চালু করেছে। এতে ঘরে বসে অফিসিয়াল কাজ করা যাচ্ছে। ২০১৬-২০২২ সাল পর্যন্ত ১ কোটি ৭৫ লক্ষ ফাইল ডিজিটাল মাধ্যমে সম্পাদন করা হয়েছে। বর্তমানে সাড়ে ৬ লক্ষ ছেলেমেয়ে গ্রাম ও শহরে বসে ৭ শ মিলিয়ন ডলারের উপরে আয় করছে। প্রযুক্তিশিল্প থেকে প্রায় দেড় বিলিয়ন ডলার রফতানি আয় করা হয়েছে।

তিনি বলেন, আমাদের লক্ষ প্রযুক্তিশিল্প থেকে ২০২৫ সাল নাগাদ ৫ বিলিয়ন ডলার আয় করা। সেজন্য হাইটেক পার্কের আওতায় সারাদেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও ৯২ টি হাইটেক পার্ক করা হয়েছে। শেরপুরেও ২০২৩ সালের মধ্যে ৮৫ কোটি টাকা ব্যায়ে ৫ একর জমিতে হাইটেক পার্কের কাজ শুরু করা হবে। এছাড়া ইডিসি প্রকল্পের আওতায় ৬৪ জেলায় ৫৫৫টি জয় ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ শুরু করার কথা জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button