অর্থ ও বানিজ্য

বাজারে হঠাৎ চিনির সংকট

বাজারে হঠাৎ দেখা দিয়েছে চিনির সংকট। কোনো কোনো দোকানে চিনি পাওয়া গেলেও, সেখানে কেজিপ্রতি দাম রাখা হচ্ছে ১শ’ টাকারও বেশি।

চাল, ডাল, তেলের পর এবার অস্থির চিনির বাজার। সরবরাহ সংকটের অজুহাতে নিত্যপণ্যটির দাম বাড়ানো হয়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হয়েছে ১০০ টাকা।

রাজধানীতে দোকান থেকে দোকানে ঘুরেও মিলছে না চিনি। বাড়তি দরে সরবরাহ করায় সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি করতে পারছে না বিক্রেতারা। ৫ টাকা করে বেড়েছে আটা, ময়দা, পেঁয়াজ, রসুনসহ মুদিপণ্যের দাম।

এই বিভাগের অন্য খবর

Back to top button