আ. লীগ সরকার একটি জিনিসেরও দাম বাড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী
![](https://boguralive.com/wp-content/uploads/2022/10/hm.jpg)
‘আওয়ামী লীগ সরকার একটি জিনিসেরও দাম বাড়ায়নি’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সমস্ত পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের জন্য সব জিনিসপত্রের দাম বেড়েছে। তেল ও খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও কিছুটা বেড়েছে। আমরা জানি মানুষের কষ্ট হচ্ছে। শেখ হাসিনা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।’
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে। কেন দাম বাড়ছে সেদিকে কোনো খেয়াল নেই তাদের। তারা তেলের দাম বাড়া নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন।’
জাহিদ মালেক বলেন, ‘মানিকগঞ্জে জাতীয় নির্বাচনের সময় যারা বিএনপিতে প্রার্থী হয়ে নির্বাচন করেন তারা ভাড়াটিয়া। তারাতো এলাকার না। ভাড়াটিয়া লোক দিয়ে উন্নয়ন হয় না। বিএনপি’র সময় মানিকগঞ্জে কোন রাস্তাঘাট, ব্রীজ, হাসাপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ভবন নির্মাণ করে নাই। যারা ভোট নিয়ে, জনগণের জন্য কিছু করে না তাদেও দেশের মানুষের প্রতি কোন ভালবাসা নাই।’
‘সরকার করোনাভাইরাস সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। শেখ হাসিনা প্রতিটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছেন। কিন্তু এ সময় বিএনপিকে জনগন কাছে পায়নি। বিএনপি কি করোনার সময় মানুষের পাশে ছিল। আমরা মানুষের পাশে ছিলাম।’বলেন মন্ত্রী।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।