জাতীয়
প্রশ্নপত্র ফাঁস, বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ জন ড্রাইভারসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় এ পরীক্ষা হওয়ার কথা ছিলো। পরীক্ষা শুরুর আগেই বেলা ২ টার দিকে পরীক্ষা বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়া হলে তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা।
জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জনকে আটক করেছে। তবে তারা বিমানের কোন পদের কর্মচারী তা এখনো জানা যায়নি।
প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার পরবর্তী ডেট জানানো হবে বলে জানা গেছে।