জাতীয়

প্রশ্নপত্র ফাঁস, বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ জন ড্রাইভারসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩ টায় এ পরীক্ষা হওয়ার কথা ছিলো। পরীক্ষা শুরুর আগেই বেলা ২ টার দিকে পরীক্ষা বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়া হলে তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা।

জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জনকে আটক করেছে। তবে তারা বিমানের কোন পদের কর্মচারী তা এখনো জানা যায়নি।

প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার পরবর্তী ডেট জানানো হবে বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button