প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু, আহত ২
বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় অটোভ্যান যাত্রী ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
শুক্রবার সকালে মহিপুর ডেইরি ফার্মের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক শিশুটির নাম জানা যায়নি।
জানা যায়, গাড়িদহ স্ট্যান্ড থেকে তিন জন যাত্রী নিয়ে একটি ভ্যান মহিপুর বাজারের দিকে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ