প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় মায়ের সাথে নদীতে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ

বগুড়ায় যমুনা নদীতে মায়ের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন ৬ বছর বয়সী এক শিশু ঘোতা।

নিখোঁজ শিশু ঘোতা মানিকদাইড় এলাকার মনির উদ্দিনের ছেলে। সে মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সারিয়াকান্দির চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকালে ঘোতা তার মা হাসিনা বানুর সাথে যমুনা নদীতে গোসলে নামে। গোসল করা অবস্থায় পানির স্রোতের টানে শিশুটি ভেসে যায়। তার মা বাঁচানো চেষ্টা করলেও পানিতে তলিয়ে যাওয়ার কারণে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। এর পর স্থানীয়রা জাল নিয়ে শিশুটিকে খোঁজ চালায়।

বগুড়া সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের অফিসার জানান, ‘ খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় পর্যায়ে ডুবুরি দল না থাকায় রাজশাহীর টিমকে জানানো হয়েছে। আগামীকাল তারা আসলে সকালে অভিযান শুরু করা হবে।’

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button