টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
হোবার্টে বৃষ্টির শঙ্কা ছিল। আপাতত তা কেটেছে। অর্ধযুগ পর নেদারল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ভারতের ধর্মশালায়।২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে। সেবার জয় হয়েছিল বাংলাদেশেরই। বছর ছয় পর ফের আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হচ্ছে দুই দলের। উভয়ই জয়ের জন্য মুখিয়ে।
তবে ম্যাচ শুরুর আগে টস ভাগ্যে হেরে গেছে বাংলাদেশ। নেদারল্যান্ড অধিনায়ক স্কট এডওয়ার্ডস টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে পাঠান।
রবিবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে ওপেনিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে লিটনের উদ্বোধনী জুটিতে ফিরে আসার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি অনেকটা ব্যাঙ্গাত্মকভাবেই এড়িয়ে যান। আজ একাদশ ঘোষণার পর বোঝা গেছে, লিটনের শুরুতে নামার সম্ভাবনা কম।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিডি, কলিন একারমান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), টিম প্রিঙ্গেল, লগান ভেন বিক, ফ্রেড ক্লেসান, পল ভেন মেকারান, শারিজ আহমেদ।