সারাদেশ

সেন্ট মার্টিনে ১৩ ট্রলার ডুবে গেছে

জোয়ারের বাড়তি উচ্চতার পানিতে কক্সবাজারের সেন্ট মার্টিনে ১৩টি ট্রলার ডুবে গেছে। এতে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে দেশের একমাত্র প্রবাল দ্বীপটির পশ্চিম-পূর্ব সৈকতের তীরে এ দুর্ঘটনা ঘটে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বঙ্গোপসাগর পুরোটাই এখন উত্তাল। এর প্রভাবে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের বেশ কিছু গাছও উপড়ে পড়ার তথ্য পাওয়া গেছে। 

জানা গেছে, উচ্চ জোয়ারের তোড়ে দুপুর ১২টার দিকে উপকূলের পশ্চিম-পূর্ব সৈকতের তীরে ১৩টি মাছধরার ট্রলার ডুবে যায়। এর মধ্যে ৭টি ভেঙে গেছে বলে জেনেছেন তাঁরা। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button