প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ার যমুনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে মায়ের সাথে গোসলে নেমে নিখোঁজ হন ৬ বছরের শিশু ঘোতা। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর তার মরদেহ ভেসে উঠে নদীতে।

মৃত শিশুটির নাম মো. ঘোতা। সে উপজেলার চালুয়াবাড়ী ইউপির মানিকদাইড় গ্রামের মনির উদ্দিনের ছেলে।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে যমুনা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

এর আগে শিশুটি শনিবার দুপুর ২টার দিকে চালুয়াবাড়ী ইউপির মানিকদাইড় বাজারের পাশে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ছিল।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা রোববার দুপুরে স্টেশনে ফেরত এসেছি। সেদিনই সন্ধ্যার পর রাজশাহী ডুবুরি দলকে আসার জন্য বলা হয়েছিল। সোমবার সকালে ডুবুরিদল বগুড়ার দিকে রওয়ানা দিলে শিশুর মরদেহ ভেসে ওঠার খবরে তারা নাটোর পর্যন্ত এসে আবার ফিরে গেছেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button