আদমদিঘী উপজেলা

বগুড়ায় গাঁজাসহ এক যুবক আটক

বগুড়ার আদমদীঘির সান্তাহারে আব্দুর রহিম (২০) নামের এক যুবককে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

আটক রহিম বগুড়ার গাবতলী উপজেলার চকডঙর সুখানপুকুর গ্রামের ইদ্রিস প্রামানিকের ছেলে।

সোমবার সকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী বাসটিতে ৬ কেজি গাঁজা নিয়ে বগুড়া চারমাথায় যাত্রীবেশে উঠেন আব্দুর রহিম। অভিযান পরিচালনার পর তার কাছ থেকে গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়েছে।

মাদক আইনে একটি মামলা পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button