বগুড়ায় বাবলু হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
বগুড়ায় জমি নিয়ে বিরোধে আবু তাহের বাবলু (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার ১৫ বছর পর আতাউল হক সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর দিঘলকান্দি এলাকার মৃত মন্তেজার রহমান সরকারের ছেলে মোঃ আতাউল হক সরকার (৬৩)।
সোমবার বেলা ১২ টার দিকে আসামির উপস্থিতে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিমুল করিম হলি ও এপিপি সাব্বির আহম্মেদ বিদ্যুৎ জানান, মামলার ৪ আসামির মধ্যে ১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর ৩ আসামিকে বেকসুর খালাসের নির্দেশ দেয়া হয়েছে।
জানা যায়, নিহত আবু তাহের বাবলু তার ভগ্নিপতি। আসামিদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২০০৭ সালের ৯ অক্টোবর দুপুরে জেলার সোনাতলা উপজেলার উত্তর দিঘলকান্দি এলাকায় জমি-জমার বিরোধে আসামিরা বাঁশের খন্তি দিয়ে আবু তাহের বাবলু কে এলোপাতাড়ি ভাবে আহত করে। প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে একই দিন রাতে তিনি মারা যান।
এ ঘটনায় বাবুলের ভগ্নিপতি সেলিম আকন্দ বাদী হয়ে ৫ জনের নামে বগুড়া সোনাতলা থানায় মামলা করেন।
এসএ