প্রধান খবরসারাদেশ

ঘূর্ণিঝড় “সিত্রাং’-এর তাণ্ডবে ১৪ জনের মৃত্যু

দেশে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে, দেয়াল ধসে ও পানিতে ডুবে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে কুমিল্লায় একই পরিবারের তিনজন, ভোলায় চারজন, সিরাজগঞ্জে দুজন, গোপালগঞ্জ দুজন এবং নড়াইল, বরগুনা ও নোয়াখালীতে একজন করে মারা গেছেন।


এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় মহাসড়কে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। রাজধানী ঢাকায়ও বেশ কয়েকটি স্থানে সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button