আন্তর্জাতিক খবর
বিশ্বের সবচেয়ে নোংরা পুরুষের মৃত্যু
![](https://boguralive.com/wp-content/uploads/2022/10/amu-hazi-2210251044.jpg)
বিশ্বের সবচেয়ে ‘নোংরা পুরুষ’ আমু হাজি মারা গেছেন। ৯৪ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় সাত দশক ধরে গোসল করেননি। মঙ্গলবার ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আমৃত্যু তিনি অবিবাহিত ছিলেন। রবিবার ইরানের দক্ষিণের প্রদেশে ফার্সের দেজগাহ গ্রামে তার মৃত্যু হয়েছে।
ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অসুস্থ হওয়ার ভয়ে আমু হাজি গোসল করতেন না। তবে কয়েক মাস আগে গ্রামবাসী তাকে জোর করে গোসল করিয়ে দিয়েছিল।
আমু হাজি এমন একটি ডায়েট করতেন যা মূলত রোডকিল দিয়ে তৈরি। তিনি দাবি করেন যে তার প্রিয় খাবার পচা সজারুর মাংস।