বগুড়ায় চিনির বাজারে অভিযান
বগুড়ায় খাদ্যপণ্য চিনি কেনাবেচার রশিদ না থাকায় এ.কে ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা পৌণে ১২ টা থেকে দুপুর পৌণে ১ টা পর্যন্ত বগুড়া শহরের রাজাবাজার,ফতেহ আলী ও বড়গোলা বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার জান্নাতুল নাইম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, চিনির বাজারে মূল্য নিয়ন্ত্রণে বড়গোলা বাজারের লালমাটি ঘাট এলাকায় চিনির পাইকারি দোকান এ.কে টেডার্সে অভিযান করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী আনন্দ কুমার চিনি কেনাবেচার কোন রশিদ প্রদর্শন করতে না পারায় ১৫ হাজার টাকার অর্থদণ্ডের আদেশ দেন বিচারক। পরে একই অপরাধে শহরের রাজাবাজারে চিনির খুচরা ব্যবসায়ী হাফিজার রহমানকে ৫০০ টাকা জরিমানা করে আদালত।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, বগুড়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ হাসান সারওয়ার উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এসএ