বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই চলছে অঘটন। নামিবিয়ার শুরু করা অঘটন শেষ পর্যন্ত জারি রেখেছিল আয়ারল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরাই লড়াই তারা দাপুটে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জায়গা পায় সুপার টুয়েলভে। এবার মূল পর্বে এসে তারা হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। ৫ রানের জয় পেয়েছে তারা।
তবে এই জয়কে অঘটন বলারও সুযোগ নেই। কারণ প্রকৃতি তাদের সহযোগিতা করে। খেলায় রান রেটে এগিয়ে থাকায় বৃষ্টি আইনে তারা জয়ী হয়েছে।
আইরিশদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা ১৪.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। তারপরই বৃষ্টি নামে। সেই বৃষ্টি আর থামেনি। তাতে বাটলাররা পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত স্টার্লিংরা ৫ রানে জয়ী হয়।