জন্মদিনে মাকে খুব মিস করি: দীঘি

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। আজ বুধবার (২৬ অক্টোবর) দীঘির জন্মদিন।
এদিন প্রথম প্রহর থেকেই বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা পাচ্ছেন দীঘি।
জন্মদিন নিয়ে দীঘি বলেন, ‘এবারের জন্মদিনেও নিজের মতো করে সময় কাটাচ্ছি। জন্মদিনের জন্য এক দিনের ছুটি নিয়েছি। আজকে আমার ছুটির দিন। নিজের মতো করে সময় কাটাচ্ছি। সবাই আমাকে যেভাবে ভালোবাসেন এই ভালোবাসা নিয়েই সামনে আগাতে চাই। জন্মদিনে যারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আমার জন্য সবাই দোয়া করবেন।’
বর্তমানে দীঘি সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন।
দীঘির মা প্রয়াত অভিনেত্রী দোয়েল। জন্মদিনের মায়ের সঙ্গে স্মৃতি টেনে দীঘি বলেন, ছোটবেলায় এক জন্মদিনে মা তখন অসুস্থ ছিলেন। হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হয়। ঘুম থেকে উঠে মাকে বলেছিলাম আমার জন্মদিনের কথা। মা প্যারালাইজড ছিলেন। আমার জন্মদিনের কথা শুনে ইশারায় কাছে ডেকে চুমু দিয়েছিলেন। জীবনের সেরা উপহার সেটা। খুব মিস করি মাকে।