প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

বগুড়ায় মাত্র ৬০ মিনিটের ব্যবধানে চার শিক্ষার্থীকে ভিন্ন ভিন্ন জায়গায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

ছুরিকাহত চারজন শিক্ষার্থী হলেন, সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ তুষার (২০), সরকারি শাহ সুলতান কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ও পালশা এলাকার মোঃ সোহান আলী (১৯), পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও বেলাইন এলাকার মোঃ রাশেদ (১৮) ও ক্যাডেট মাদ্রাসা পালশার দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ সাকিব (১৬)।

বুধবার দুপুর দেড়টার দিকে শহরের তিনমাথা আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ের ৩টি আলাদা আলাদা জায়গায় ও শহরের আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।

আহত চারজন শিক্ষার্থী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেয়েছেন।

জানা যায়, ছুরিকাহত চারজন শিক্ষার্থী কেউ কারো পূর্ব পরিচিত নয়। এছাড়াও ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে তাদের কাউকে এই চারজন শনাক্ত করতে পারেনি। প্রাথমিকভাবে চারজন শিক্ষার্থী জানিয়েছে, দুর্বৃত্ত সবার হাতে দেশীয় অস্ত্র ও হকিস্টিক ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি একই গ্রুপ ঘটনাটি ঘটিয়েছে। এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button