নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেলকে বাঁচাতে সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের পিছনে ধাক্কা দিয়েছে দ্রুত গতির একটি বাস। এ ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, বাসের হেলপার বাবু মিয়া। অপর ব্যক্তির নাম মাহবুবুর রহমান তালুকদার। তার বাড়ি আদমদী‌ঘি উপ‌জেলার সান্তাহা‌র পৌর শহ‌রের ডালপ‌ট্টি এলাকায়। তিনি আসাব উদ্দিন তালুকদা‌রের ছে‌লে। মাহবুবুর রহমান বাস যাত্রী নাকি মোটরসাইকেল আরোহী সেটি জানা যায়নি।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জেকে পরিবহনের একটি বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাবার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনে পড়ে যায়। মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলেই বাসের হেলপার বাবু মিয়া মারা যান।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল ফাঁড়ির উপ-পরিদর্শক জানান, আহতদের মধ্যে মাহবুবুর রহমান হাসপাতালে আনার পরেই মারা যান। তার লাশ মেডিকেলের মর্গে রাখা আছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button