প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা
বগুড়ায় শিশু ধর্ষণ, স্কুলছাত্র গ্রেফতার
বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার দুপুরে শিশুর মা থানায় মামলা দায়ের করেছে।
এর আগে মঙ্গলবার রাতে সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২৪ অক্টোবর আনুমানিক বিকাল ৪টার দিকে বৃষ্টির সময় স্কুলছাত্র তার প্রতিবেশি এক শিশুকে ফুঁসলিয়ে ঘরে ডেকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটি অসুস্থ হলে শিশুর বাব-মা বিষয়টি জানতে পারলে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়। মঙ্গলবার রাতে শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই স্কুলছাত্রকে গ্রেফতার করে।
সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতারকৃত স্কুলছাত্রকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।
এসএ