সারাদেশ

চট্টগ্রামে ড্রেজারডুবি: আরও ৪ শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় আরও ৪ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে এই ঘটনায় নিখোঁজ থাকা ৮ জনেরই লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে লাশগুলো উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকালে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ হন। একই দিন দুপুর থেকে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এর মধ্যে মঙ্গলবার রাতে ১ জন, বুধবার সকালে ৩ জন, একই দিন রাতে ১ জন এবং আজ বৃহস্পতিবার সর্বশেষ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি গ্রামে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button