প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ইয়াবাসহ আটক ৩

বগুড়ায় ৩৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার শুভগাছা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে শাহাদত হোসেন (৩০), সদর উপজেলার শাহানগাছা গ্রাম্রর মৃত গোলাম হোসেনের ছেলে রুহুল আমিন (২৯) ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার মকবুল মিয়ার ছেলে শাহিন আলম (২৫)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টার দিকে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটা করা হয়।

জানা যায়, আটককৃতরা মাদকদ্রব্য কেনাবেচার সাথে দীর্ঘদিন যাবত জড়িত। তারা বগুড়ায় ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্য এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি করে মোট ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, আটক সবার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button