ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার দেয়া ২০৫ রানের টার্গেটের বিপরীতে ১০৪ রান করে বড় হারে মাঠ ছাড়ল বাংলাদেশ। 

এর আগে সিডনিতে সকাল ৯টার কিছু পরে শুরু হয় ম্যাচটি। শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রথম ওভারেই তুলে নেন টেম্বা বাভুমাকে। তবে ক্রিজে ঝড় তোলেন কুইন্টন ডি কক ও রাইলি রুশো।

আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্যাটার ইয়াসির আলীর বদলে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে একাদশে নিয়েছে টিম টাইগারা।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন  আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, স্ট্রিস্টান স্টাবস, ওয়াইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্তজে ও লুঙ্গি এনগিদি।

এই বিভাগের অন্য খবর

Back to top button