শাকিবের অভিযোগে মুখ খোলেনি বুবলী
শাকিব খান গণমাধ্যমে সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও বর্তমান স্ত্রী শবনম বুবলী তার প্রতি অবিচার করেছে। তার সিদ্ধান্ত মানেননি। নিজেরাই নিজেদের স্বার্থে বিয়ে ও সন্তানের কথা লুকিয়েছেন। তাই এমন মানুষদের সঙ্গে তার সম্পর্ক রাখাটা যৌক্তিক মনে করছেন না এ নায়ক।
তবে এসব বিষয়ে এখনো মুখ খোলেননি বুবলী। তিনি আপাতত নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। শুটিং করছেন সরকারি অনুদানে নির্মিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ নামে একটি সিনেমার। এরই মধ্যে ২৫ অক্টোবর বান্দরবান থেকে সিনেমাটির গানের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন।
এতে তার সহশিল্পী ছিলেন সাইমুন সাদিক। নির্মাতা জানিয়েছেন, এ সিনেমার প্রায় ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। বুবলীর ২০ ভাগ শুটিং বাকি আছে। পরিস্থিতি বুঝে বুবলীর বাকি অংশের শুটিংও শিগ্গির শুরু হবে।’ এ সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘রাজু স্যারের সঙ্গে আগেও কাজ করেছি। তিনি খুব যতœবান পরিচালক। এ সিনেমাটি তার আগের সিনেমার গল্প থেকে ভিন্ন। আমার চরিত্রটিও অসাধারণ।
সিনেমাটি দর্শক দেখতে পারলে বুঝতে পারবেন আসলে কতটা ভিন্ন।’ এ সিনেমার শুটিং ছাড়াও বুবলীর হাতে ‘মায়া’, ‘দেয়ালের দেশ’, ‘কয়লা’, ‘রিভেঞ্জ’, ‘লিডার আমি বাংলাদেশ’, ‘ক্যাসিনো’ সিনেমার কাজ রয়েছে। এ ছাড়া কয়েকটি সিনেমায় কাজ করার কথাও চলছে।