সারাদেশ
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের চাষাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জয়নুর রহমান জনি (২৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
চাষাড়ার রেল লাইনের পাশে থেকে শনিবার ভোরে ওই যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত জনি নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প নগরীর ফেইম অ্যাপারেল নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
জানা গেছে, জনি কুষ্টিয়া থেকে রাতের বাসে নারায়ণগঞ্জে কর্মস্থলে যাচ্ছিলেন। শহরের চাষাঢ়া এলাকায় বাস থেকে নেমে বাসায় যাওয়ার পথে মহিলা কলেজের সামনে তাকে ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাইকারীরা।
পুলিশ জানান, যেহেতু মরদেহ রেলরাইনের পাশে থেকে উদ্ধার করা হয়েছে সেহেতু এ ঘটনা রেল পুলিশ তদন্ত করবে। তাই লাশ রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।