সারাদেশ

প্রেস ক্লাবের সামনে মা-মেয়ে’র আত্মহত্যার চেষ্টা

জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন মা ও মেয়ে। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের বাধা দেয়।

শনিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিরিন খান জানান, এর আগেও তিনি এরকম কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। দুই দিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার দাবি, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেন। সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিচ্ছিলেন। তিনি শিরিন খানের নামে মামলাও করেছেন। গত দুই মাস ধরে শিরিন খান তার পরিবার নিয়ে বাড়ি যেতে পারছেন না।

তিনি আরও বলেন, আমার স্বামী অসুস্থ। তিনি এসব সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন।কোথায় আছেন তা আমি জানি না। আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে পুলিশ সহযোগিতা করছে। কিন্তু স্থানীয়দের সঙ্গে পেরে উঠছে না।  

পুলিশ জানান, সকালে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে ওই নারী তার তিন সন্তানসহ সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ তিনি ব্যাগ থেকে কেরোসিনের বোতল বের করে নিজের শরীর এবং সন্তানদের শরীরে ঢালতে শুরু করেন। পাশ থেকে পুলিশ সদস্যরা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে বোতলটি নিয়ে নেন।

পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র: দেশ রুপান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button