বগুড়া জেলা
বগুড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
বগুড়ায় ৫০০ পিস ইয়াবাসহ সাহেদুল ইসলাম(৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটা করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।
আটককৃত সাহেদুল ওই এলাকার হাইফুজ জামান বেপারীর ছেলে।
শনিবার দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ।
এর আগে শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ সাহেদুল ইসলামকে আটক করা হয়।
আটককৃতর বিরুদ্ধে বগুড়া মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ