জাতীয়প্রধান খবর
রোববার বাংলাদেশ-মিয়ানমার বৈঠক
সীমান্ত উত্তেজনার মধ্যে বাংলাদেশের সঙ্গে পতাকা বৈঠকে বসতে যাচ্ছে মিয়ানমার। রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
কয়েকমাস ধরে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে চলছে গোলাগুলি। এতে সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতি নিয়ে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে যোগাযোগ চলছিল। বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) পক্ষ থেকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ’র (বিজিপি) কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে বিজিপি বৈঠকে বসতে রাজি হয়েছে।
তবে কি কি বিষয়ে আলোচনা হবে তা এখনও জানা যায়নি।