বিএনপিরাজনীতি

যেকোনো সময় পদত্যাগ করবেন বিএনপির এমপি’রা: মির্জা ফখরুল

যেকোনো সময় হাইকমান্ড থেকে নির্দেশ এলে বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ অক্টোবর) রংপুরের বিভাগীয় গণসমাবেশে এ কথা জানান তিনি।

তিনি বলেন, সবক্ষেত্রে চুরি আর লুটপাট করে সর্বভুক সরকারে পরিণত হয়েছে আওয়ামী লীগ। অর্থনীতিকে চিবিয়ে খেয়ে এখন সমগ্র দেশটাকেই খেয়ে ফেলতে চাচ্ছে ক্ষমতাসীনরা।

দেশের অর্থনীতি যারা ধ্বংস করে, তাদের ক্ষমতায় রাখা যাবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আবারও বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button