নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা

বগুড়ায় বিভিন্ন অনিয়মের অপরাধে এক ক্লিনিক ও তিন ফার্মেসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় চলা এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত।

উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত জানান, অভিযানে দেখা যায় ক্লিনিকে প্যাথলজিকাল টেস্টে ব্যবহৃত ফ্রিজে মাছ, মাংস,রক্তের ব্যাগ এবং টেস্টে ব্যবহৃত বিভিন্ন ঔষধপত্র এক সাথে রাখা হয়েছে।


এছাড়া ক্লিনিকে ভর্তিকৃত রোগীদের ফাইল সঠিকভাবে সংরক্ষণ করছে না। এই অপরাধে ঔষধ আইন ১৯৪০ অনুযায়ী হেলথ কেয়ার ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিভিন্ন অনিয়ম পাওয়ায় তিন ফার্মেসীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বগুড়া ঔষুধ প্রশাসনের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রমজান আলীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button