প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় বাসের ধাক্কায় এক ভ্যানযাত্রী নিহত, আহত ২

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২ জন।

নিহত ব্যক্তি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা উত্তরপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে কৃষক মঞ্জুরুল ইসলাম(৫৫)।

আহতরা হলেন নিহতের স্ত্রী গোলনাহার বেগম(৫০) এবং নিহতের চাচাত ভাই ওয়েজকুরুনী(৫০)।

রোববার বেলা পৌনে ১১টার দিকে বগুড়া নাটোর মহাসড়কের ওমরদিঘী বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতের চাচাত ভাই নাজিরুল ইসলাম বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন।

বগুড়া কুন্দইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, বসুন্ধরা পরিবহনের ধাক্কায় অটো ভ্যানের যাত্রী মঞ্জুরুল নিহত হয়েছেন। আমরা বাসটি আটক করে হেফাজতে নিয়েছি। তবে ঘটনার পরপরই বাসের চালক এবং তার সহকারি পালিয়ে গেছেন।


এই ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়েছে। এই ঘটনায় আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button