বগুড়ায় বাসের ধাক্কায় এক পলিটেকনিক ছাত্র নিহত
![](https://boguralive.com/wp-content/uploads/2022/10/received_814466359791259.jpeg)
বগুড়ার সদরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পলিটেকনিক ছাত্র ফুয়াদ হোসেন (২০) নিহত হয়েছেন, আহত হয়েছেন কাইয়্যুৃম হাসান (২০)।
নিহত ফুয়াদ হোসেন বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক টিএমএসএসে ইলেক্ট্রনিক বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। আহত কাইয়্যুম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার বেলা ১১ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া বন্দরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফুয়াদ ও তার বন্ধু মোটরসাইকেল করে বগুড়া শহর থেকে মহাস্থাগড় দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফুয়াদকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অজ্ঞাত বাসকে শনাক্তের চেষ্টা চলছে।
এসএ