মায়ের সাথে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

জয়পুরহাটে মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আনিকা বুশরা রিশা (৫) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিশার মা সহ এক শিক্ষার্থী আহত হয়েছেন।
রবিবার সকালে জয়পুরহাট-বদলগাছি সড়কের দুর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিকা বুশরা রিশা নওগাঁর বদলগাছির চাকলা গ্রামের শাহীনের মেয়ে। সে মুহিউস সুন্নাহ তালীমুল কুরআন নূরানী মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হলেন-আনিকা বুশরা রিশার মা খাদিজা আক্তার (২৮), নওগাঁর বদলগাছির চাকলা গ্রামের আব্দুল আলিমের ছেলে জুনাইদ মোতাসিম বিল্লাহ (৫)। সে একই মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, রিশা ও তার বন্ধু বিল্লাহ মায়ের হাত ধরে মাদ্রাসায় যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আনিকা বুশরা রিশা মারা যান।
পুলিশ জানান, এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।