প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নে নুসরাত জাহান নিপা (১৮) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সে বিরইল যমুনাপাড়া গ্রামের নাজিমুদ্দিনের মেয়ে ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

রবিবার দুপুর ১২টার দিকে শেরপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, এক বছর আগে নুসরাত জাহান নিপার ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিয়ে হয়। তবে সে বগুড়ার শেরপুরের ছোনকা যমুনাপাড়ায় বাবার বাড়ি থেকে পড়াশোনা করে। তার বাবা চাকরির সুবাদে নিজ কর্মস্থলে ও মা বড় জামাইয়ের বাড়িতে বেড়াতে যান। দাদির সাথে নিপা ২ দিন ধরে বাড়িতেই থাকতেন। প্রতিদিনের ন্যায় রাত্রি বেলা খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে নিপা। সকালে নিপার দাদি ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দাদি জানালা দেখতে পায় যে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করেছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের সিলিং দিয়ে ঘরে প্রবেশ করে দরজা খোলা হয়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button