রাজনীতি

সংসদে যাচ্ছেন জাতীয় পার্টি

নাটকীয়তার পর সিদ্ধান্ত পাল্টে জাতীয় সংসদে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।  

সোমবার (৩১ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যাবেন না বলে রোববার জানিয়েছিল দলটি।

খন্দকার দেলোয়ার জালালী বলেন, জাতীয় সংসদের স্পিকারের আশ্বাসে প্রেক্ষিতে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যবৃন্দ।জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ এক নির্দেশনায় জাতীয় পার্টির সব সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button