ক্রিকেটখেলাধুলা

কিউইদের হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ইংলিশরা

ম্যাচটি ছিল ইংল্যান্ডের জন্য বাঁচা-মরার। তাও আবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল নিউ জিল্যান্ডের বিপক্ষে। হারলেই বিদায় এক প্রকার নিশ্চিত। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে শক্তিশালী কিউইদের হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ইংলিশরা। পাশাপাশি জমিয়ে তুললো ‘গ্রুপ-১’ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই।

৪ ম্যাচ থেকে এখন নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ৫। এখন শেষ ম্যাচের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে যাবে সেমিফাইনালে। অবশ্য আজ ব্ল্যাক ক্যাপসরা জিতলে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত এক ম্যাচ আগেই। এখন শেষ ম্যাচে যদি তিন দলই জয় পায় তাহলে নেট রান রেট বিবেচনায় নির্ধারণ হবে কে যাবে শেষ চারে।

মঙ্গলবার (০১ নভেম্বর) ব্রিসবেনে ইংল্যান্ড আগে ব্যাট করে জস বাটলারের ৭৩ ও আলেক্স হেলসের ৫২ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৯ তোলে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে নিউ জিল্যান্ড। তাতে ২০ রানের জয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে থাকে ইংলিশরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button